- দেশে পা রেখেই গ্রেপ্তার হলেন পুতিনের সমালোচক নাভালনি
- ভারতে প্রথম দিন টিকা পেয়েছেন প্রায় ২ লাখ নাগরিক
- ‘মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইনে’ স্বাক্ষর করলেন ট্রাম্প
- ভারতের ভ্যাকসিন নিয়ে যা বললেন মমতা
- আমরা পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না : এরদোগান
- উগান্ডার জাতীয় নির্বাচনে বর্তমান শাসক মুসেভেনিকে বিজয়ী ঘোষণা
- ট্রাম্প আমলের শেষ মৃত্যুদণ্ড কার্যকর
মালিতে হামলা : জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
গ্লোবালটিভিবিডি ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

ছবি সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলার ঘটনায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, বুধবার দেশটির মধ্যাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হওয়ার পর অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। টিম্বাকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে হামলার এ ঘটনা ঘটে। কারা হামলাটি চালিয়েছে তা পরিষ্কার নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলির তৎপরতার রয়েছে, এদের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অধিকাংশ এলাকা অরক্ষিত হয়ে পড়েছে।
নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মালির জাতিসংঘ মিশনে (এমআইএনইউএসএমএ) ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য রয়েছে। তারা দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমন করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এমএস/জেইউ
আরও খবর :
