- অর্থ আত্মসাৎ মামলায় যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির ১৫ বছরের জেল
- গ্রিন কার্ড বিষয়ে ট্রাম্পের আদেশ বাতিল করলেন বাইডেন
- কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
- বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের আগ্রহী করার আহ্বান
- বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড
- সাংবাদিক শাহীন রেজা নূর মারা গেছেন
- মদিনায় সোফা কারখানায় আগুন লেগে অন্তত ৭ বাংলাদেশি নিহত
আট মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৬ বিলিয়ন ডলার
গ্লোবালটিভিবিডি ১১:১২ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১

ফাইল ছবি
গত জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও কমেছে রেমিট্যান্সের পরিমাণ। এ মাসে এসেছে ১৭৮ কোটি ডলার। আগের মাস জানুয়ারিতে এর পরিমাণ ছিল ১৯৬ কোটি ডলার। এই হিসেবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স প্রায় ৯ শতাংশ কমেছে। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এই মাসে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ২২ শতাংশ।
সব মিলে চলতি অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম আট মাসে রেমিট্যান্স সাড়ে ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৩ শতাংশ বেশি।
২০১৯ সালের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে। চলতি অর্থবছরেও এই সুবিধা বহাল রাখা হয়েছে। এই প্রণোদনার ফলে ২০১৯-'২০ অর্থবছরের শুরু থেকে প্রতি মাসেই রেমিট্যান্স বাড়তে থাকে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিট্যান্স আসে। এটি আগের মাস ডিসেম্বরের চেয়ে ৫.৬৬ শতাংশ কম। গত ডিসেম্বর মাসে ২০৫ কোটি ছয় লাখ ডলারের রেমিট্যান্স আসে। এ ছাড়া গত নভেম্বরে রেমিট্যান্স আসে ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। অক্টোবরে আসে ২১০ কোটি ২১ লাখ ডলার। জুলাইতে একক মাস হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।
এএইচ/জেইউ
আরও খবর :
