- সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হল খুলবে ১৭ মে: ঢাবি ভিসি
- বাতিল হল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের সিদ্ধান্ত
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য পরিবেশ-পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে, আবাসিক হল খুলবে ১৭ মে
- এবার তালা ভেঙে হলে ঢুকলেন ঢাবি শিক্ষার্থীরাও
- প্রশাসনের নির্দেশেও হল ছাড়েননি জাবি শিক্ষার্থীরা
- তালা ভেঙে হলে প্রবেশ করলেন জাবি শিক্ষার্থীরা
আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা
গ্লোবালটিভিবিডি ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

ফাইল ছবি
গেরুয়া গ্রামে হামলার বিচারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তাঁরা। তবে তাঁরা হাল ছাড়ছেন না।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাপাসে শিক্ষার্থীদের এক বৈঠক শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নওশিন আদিবা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকব। হল থেকে শিক্ষার্থীদের বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাপ প্রয়োগ করলে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন করবেন।
এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার পরদিন শনিবার তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এএইচ/জেইউ
আরও খবর :
