- এক বছর বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সন্ধ্যায়
- পরীক্ষার দাবিতে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম
- সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার
- পরীক্ষার দাবিতে ফের সড়ক অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের
- অবশেষে হল ছেড়েছেন জাবি শিক্ষার্থীরা
- আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা
তালা ভেঙে হলে প্রবেশ করলেন জাবি শিক্ষার্থীরা
গ্লোবালটিভিবিডি ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

ছবি: সংগৃহীত
স্থানীয়দের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। শনিবার দুপুর ২টার মধ্যে আবাসিক হল খুলে দেয়া, ক্যাম্পাস সংলগ্ন এলাকার রাস্তায় ফটক নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে বলে আল্টিমেটাম দিয়েছিলেন তাঁরা।
বেলা ২টার মধ্যে দাবি পূরণ না হওয়ায় হলের তালা ভেঙে প্রবেশ করতে শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলের তালা ভেঙেছেন তাঁরা।
শনিবার বেলা ১১টার দিকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে তাঁরা তিন দফা দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম দেন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তাঁরা জানান, দাবি আদায় না হলে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরবেন না শিক্ষার্থীরা।
এএইচ/জেইউ
আরও খবর :
