- এক বছর বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সন্ধ্যায়
- পরীক্ষার দাবিতে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম
- সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার
- পরীক্ষার দাবিতে ফের সড়ক অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের
- অবশেষে হল ছেড়েছেন জাবি শিক্ষার্থীরা
- আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
গ্লোবালটিভিবিডি ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-'২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে থেকে। চলবে ৫ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
বৈঠক শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ ও বহু নির্বাচনী (এমসিকিউ) ৬০ নম্বরের। এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।
এএইচ/জেইউ
আরও খবর :
