- আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঘুমন্ত বাঙালিকে জাগিয়েছিল: তথ্যমন্ত্রী
- মানহানি মামলা থেকে অব্যাহতি দেয়া হলো শমী কায়সারকে
- বাঙালি জাতির জীবনে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী
- অর্থ আত্মসাৎ মামলায় যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির ১৫ বছরের জেল
- বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের তিনটি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৮ জুন
আজ এইচএসসি পরীক্ষার ফল: অনলাইনে যেভাবে জানা যাবে
গ্লোবালটিভিবিডি ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

ফাইল ছবি
২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ শনিবার। সকাল সাড়ে ১০টায় অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর ১১টা থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।
ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করবেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।
তিনি জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনেও ফল পাওয়া যাবে।
ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। HSC< >Board name (First 3 letters) < > Roll< >2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
এছাড়া, টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এএইচ/জেইউ
আরও খবর :
