- কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা
- সম্মানসূচক ডিগ্রি হারালেন ট্রাম্প
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আইনি নোটিশ
- সরকাারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আজ
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৮ জানুয়ারির মধ্যে
- যেভাবে জানা যাবে এইচএসসির ফল
- এবার পরীক্ষা ছাড়াই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবার আড়াই লাখ টাকার চেক চুরি
গ্লোবালটিভিবিডি ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ছবি সংগৃহীত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এবার চেক চুরির ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ জেলা শহরের অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে চুরি করা চেক দিয়ে আড়াই লাখ টাকা উত্তোলনও করেছে চোর।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান। তবে সিসিটিভি ফুটেজ দেখে ওই চোরকে ধরতে সক্ষম হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ড. হাসিবুর রহমান বলেন, গত ৩ নভেম্বর ফোনে ব্যাংক থেকে দুই লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করার মেসেজ আসে। পরে গোপালগঞ্জের অগ্রণী ব্যাংকের শাখায় খোঁজ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় এবং প্রশাসনের সহায়তা চাওয়া হয়। প্রশাসনের মাধ্যমে চোর শনাক্তের পর গত ৪ নভেম্বর এবং ৯ নভেম্বর দুই ধাপে টাকাগুলো আদায় করা সম্ভব হয়েছে। তবে তিনি চোরের নাম প্রকাশ করেননি।
উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় কম্পিউটার চুরি, অফিসার্স কোয়ার্টারে চুরিসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।
এএইচ/জেইউ
আরও খবর :
