- সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার
- পরীক্ষার দাবিতে ফের সড়ক অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের
- ডিএমপির ৫ পরিদর্শক বদলি
- মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন
- করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭
- বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে : তথ্যমন্ত্রী
গ্লোবালটিভিবিডি ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

ফাইল ছবি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আজ শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, 'ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশে বাকস্বাধীনতা নেই বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, তাঁরা কথা বলেই এমন অভিযোগ করেছেন। সুতারাং তাঁরা একটু বেশিই কথা বলেন, বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই।
এমএস
আরও খবর :
