- বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড
- সাংবাদিক শাহীন রেজা নূর মারা গেছেন
- মদিনায় সোফা কারখানায় আগুন লেগে অন্তত ৭ বাংলাদেশি নিহত
- অভিবাসীদের জন্য ৩টি গুরুত্বপূর্ণ আদেশে সই করলেন বাইডেন
- জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ হাজার ৬৬০ কোটি টাকা
- লিবিয়া উপকূলে নৌকাডুবি : ৪৩ জনের মৃত্যু
- যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের আগ্রহী করার আহ্বান
গ্লোবালটিভিবিডি ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

ড. আহমেদ মুনিরুছ সালেহীন। ফাইল ছবি
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে পুরুষের যতটা আগ্রহ আছে নারীদের ততটা নেই জানিয়ে অভিবাসনের ক্ষেত্রে নারীদের আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজনে অনুষ্ঠিত ‘মাইগ্রেশন অ্যান্ড জেন্ডার ইন বাংলাদেশ: অ্যান ইরেগুলার ল্যান্ডস্কেপ’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ আহ্বান জানান।
ইআরএফ আয়োজিত এ ওয়েবিনারে দৃষ্টি রিসার্চ সেন্টার এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টারগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এর যৌথভাবে পরিচালিত আন্তর্জাতিক শ্রম অভিবাসনে নারী এবং পুরুষের অংশগ্রহণ এবং উভয়ের মাঝে একটি বিশ্লেষণমূলক চিত্র তুলে ধরা হয়।
তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষেরা অনেক এগিয়ে আছে। এক্ষেত্রে নারীরা অনেক সমস্যার সম্মুখীন হন, এটা সত্য। এসব সমস্যা সমাধানে অভিবাসনের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এমএস/জেইউ
আরও খবর :
