- প্রেসক্লাবের সামনে ছাত্রদল ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
- লেখক মুশতাক আহমেদের মৃত্যু : সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও
- পরীক্ষার দাবিতে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম
- আগামীকাল ঢাকার কিছু এলাকায় গ্যাস থাকবে না
- সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার
- পরীক্ষার দাবিতে ফের সড়ক অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের
- ডিএমপির ৫ পরিদর্শক বদলি
রাজধানীতে বিএনপির সমাবেশে সংঘর্ষ: আহত ৩০
গ্লোবালটিভিবিডি ১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু হয়। এতে ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও ছাত্রদল নেতা আমিনুল রহমান আমিন, তবিয়র রহমান সাগর, শাফি, শাহিন, নাহিদুজ্জান শিপন, রোমান পাঠান, নয়ন ছাড়াও বিএনপি ছাত্রদল যবুদলের প্রায় ৩০ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় দুই জন পুলিশ সদস্যকেও আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া, অনেক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এএইচ/জেইউ
আরও খবর :
