- দেশের প্রথম বিউটিশিয়ান জেরিনা আজগরের ‘একই অঙ্গে কত রূপ’ গ্রন্থ প্রকাশ
- মার্চে হচ্ছে বইমেলা
- অমর একুশে গ্রন্থমেলার তারিখ নির্ধারণ হয়নি : সংস্কৃতি প্রতিমন্ত্রী
- বইমেলা আয়োজনের জন্য আরো দুই মাস সময় চায় বাংলা একাডেমি
- এবার ভার্চুয়াল বইমেলার প্রস্তাব বাংলা একাডেমির
- বাংলা একাডেমি দায় এড়াতে পারে না
- আগামী বইমেলায় আসছে সাঈদ-উর-রবের চার বই এক মলাটে
‘মিডিয়া জগতে তাঁর অবদান : নওয়াজীশ আলী খান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
গ্লোবালটিভিবিডি ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ০১, ২০২০

ছবি: গ্লোবাল টিভি
অমর একুশে গ্রন্থমেলায় কবি মুনীর সিরাজের সম্পাদনায় ‘মিডিয়া জগতে তাঁর অবদান : নওয়াজীশ আলী খান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মজিদ মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি, কবি কাজী রোজী, কবি মতিন বৈরাগী, কবি আসলাম সানীসহ অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কবি মজিদ মাহমুদ মিডিয়া জগতের অনন্য ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খানকে নিয়ে বলেন, এই বইটি পাঠ করলে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন পাঠক।
সম্পাদক মুনীর সিরাজ বলেন, ভালো কিছু করার দায়বদ্ধতা থেকেই এই বইটি সম্পাদনার উদ্যোগ নিয়েছি আমি। বইটিতে সমৃদ্ধ জীবনের অধিকারী নওয়াজীশ আলী খানের কর্মজীবনের কিছুটা হলেও তুলে ধরতে সমর্থ হয়েছি আমরা। বইটি সংগ্রহে রাখলে ও পাঠ করলে সাংবাদিক ও নির্মাতারা বিশেষভাবে উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।
বইটি লেখার জন্য কবি মুনীর সিরাজকে ধন্যবাদ জানিয়ে নওয়াজীশ আলী খান বলেন, সম্পাদক স্বপ্রণোদিত হয়ে আমাকে নিয়ে এমন একটি কাজ করেছেন, সেজন্য আমি আনন্দিত ও কৃতজ্ঞ।
এএইচ/জেইউ
আরও খবর :
