- বাংলা একাডেমি দায় এড়াতে পারে না
- আগামী বইমেলায় আসছে সাঈদ-উর-রবের চার বই এক মলাটে
- ‘মিডিয়া জগতে তাঁর অবদান : নওয়াজীশ আলী খান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
- বইমেলায় রুবাইদা গুলশানের দুটি বই
- মেলায় কলিন রড্রিকের নতুন কাব্যগ্রন্থ ‘অলৌকিক আয়না’
- বইমেলায় আসিফ আকবরের বই কিনতে ভক্তদের লাইন
- একুশে বইমেলায় আফরোজা মুন্নীর দু'টি বই
দেশের প্রথম বিউটিশিয়ান জেরিনা আজগরের ‘একই অঙ্গে কত রূপ’ গ্রন্থ প্রকাশ
গ্লোবালটিভিবিডি ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৪, ২০২১

দেশের প্রথম বাঙালি বিউটিশিয়ান জেরিনা আজগরের ‘একই অঙ্গে কত রূপ’ গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
আগামী বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত এই বইটিতে মেকআপ, জীবনযাপনের নানান বোধ এবং সুন্দর থাকার জন্য প্রয়োজনীয় সব আলোচনাই করা হয়েছে। বিউটি ইন্ডাস্ট্রির জন্য এই বইটি একটি নতুন দিক-নির্দেশনা হতে পারে। বিউটি ইন্ডাস্ট্রিকে ঘিরে তাঁর স্বপ্ন, বাস্তবতা এবং বর্তমান অবস্থার নানান কথা উঠে এসেছে তাঁর লেখায়। বইটির মূল্য রাখা হয়েছে তিনশ টাকা।
জেরিনা আজগরের দেখানো পথ ধরেই এখন বাংলাদেশের অলিতে-গলিতে গড়ে উঠেছে বিউটি পার্লার। সামগ্রিকভাবে বলা যায়, বিউটি পার্লার এখন রীতিমত ইন্ডাস্ট্রি। পেশা হিসেবে সম্ভাবনাময় একটি সেক্টর।
১৯৮৯ সালে প্রথম প্রকাশিত হয় তাঁর লেখা রূপচর্চা বিষয়ক বই 'একই অংগে কতো রূপ'। বইটির ২য় সংস্করণ আসে ১৯৯৯ সালে।
এমএস/জেইউ
আরও খবর :
