- মদিনা পেল বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর স্বীকৃতি
- সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধি-নিষেধ সরকারের
- রোমে বর্ষবরণের আতশবাজিতে শত শত পাখির মৃত্যু
- মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বাড়লো
- জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করবে ডেনমার্ক
- কুকুর অপসারণের বিপক্ষে জয়ার রিট কার্যতালিকা থেকে বাদ
- ১৭ কোটি টাকায় বিক্রি হলো যে কবুতর
বায়ু দূষণের মাত্রায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
গ্লোবালটিভিবিডি ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

ছবি: সংগৃহীত
গত ১১ মাসের বায়ুমান সূচকে বিশ্বব্যাপী সর্বাধিক দূষণের মাত্রায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং ঢাকা নগরী চতুর্থ অবস্থানে রয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) গবেষণায় ২৮ ডিসেম্বর এ তথ্য জানানো হয়েছে।
‘বাংলাদেশে বায়ু দূষণ: অভ্যন্তরীণ এবং বহিরাগত উৎস’ শিরোনামে এসডোর একটি ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে বিশেষজ্ঞরা বলেন, বায়ুদূষণ শুধু স্বাস্থ্যঝুঁকির কারণ নয়, পরিবেশ ও অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলেছে।
এই গবেষণাটি করা হয়েছে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের বায়ুদূষণের তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণের দিকসমূহ চিহ্নিত করার লক্ষ্যে।
২০২০ সাল পর্যন্ত শ্বাসযন্ত্রের রোগ এবং দীর্ঘসময় ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকার কারণে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার হার, বিকলাঙ্গতা, শ্বাসযন্ত্রের দুর্বলতাজনিত কারণে মৃত্যু, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, ডায়াবেটিসসহ নিউমোনিয়ার মতো রোগের কারণও বায়ু দূষণ। গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) সার্বিকভাবে হাঁপানি রোগীর সংখ্যা প্রায় ২৪ গুণ বেড়ে ৩ হাজার ৩২৬ জন (২০১৫) থেকে ৭৮ হাজার ৮০৬ জনে (২০১৯) দাঁড়িয়েছে। যেখানে মৃত্যুর সংখ্যা ১০ গুণ বেড়ে ৫৬ জন থেকে ৫৮৮ জনে উপনীত হয়েছে।
এএইচ/জেইউ
আরও খবর :
