- মদিনা পেল বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর স্বীকৃতি
- সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধি-নিষেধ সরকারের
- রোমে বর্ষবরণের আতশবাজিতে শত শত পাখির মৃত্যু
- বায়ু দূষণের মাত্রায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
- মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বাড়লো
- জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করবে ডেনমার্ক
- কুকুর অপসারণের বিপক্ষে জয়ার রিট কার্যতালিকা থেকে বাদ
বাংলাদেশের ধনেপাতার বীজ যাচ্ছে মহাকাশে
গ্লোবালটিভিবিডি ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২০

ছবিঃ সংগৃহীত
মহাকাশে যাচ্ছে বাংলাদেশের ধনেপাতার বীজ। সেখানে গবেষণায় এই বীজ ব্যবহার করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে এই ধনেপাতার বীজ চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে জাপান হয়ে স্পেস কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। বিষয়টি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি-এমআইটি'র কানেকশন সায়েন্সের প্রধান প্রকৌশলী মিজানুল চৌধুরী গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই খবরটি আমি পেয়েছি গত বুধবার রাত ২টার দিকে। আমি তখন আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান-নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-জেক্সার সাথে একটি মিটিংয়ে যোগ দিয়েছিলাম। এটি বাংলাদেশের জন্য খুব বড় একটি খবর। নভেম্বর মাসের কোনো একদিন আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশে রওনা হবে এই বীজ।
তবে সঠিক দিনক্ষণ-সময় এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি। কেননা অন্যান্য সময়সূচির ওপর এই বিষয়টি নির্ভর করছে।
জানা গেছে, এই বীজের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাবেন নভোচারীরা। বাংলাদেশ ছাড়াও এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত থেকেও ধনেপাতার এই বীজ যাচ্ছে মহাকাশে। থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে সংগ্রহ করা বীজও।
মিজানুল চৌধুরী বলেন, আমি মনে করি এটি কেবল শুরু। আমাদের সদিচ্ছা এবং সহযোগিতা থাকলে এই ধনের বীজই একদিন বাংলাদেশের জন্য মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দেবে।
তিনি আরো বলেন, ২০২১ সালের জুন মাসে এই ধনেপাতার বীজগুলোকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তারপর জুলাই মাসে বাংলাদেশের বীজ পাঠানো হবে বাংলাদেশে। এরপর বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিজ্ঞানীরা এই ধনের বীজের ওপর পরবর্তী পরীক্ষা করবেন। পরে পরীক্ষার ফলাফল সম্পর্কে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে তারা জানাবেন।
জেইউ
আরও খবর :
