চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা
গ্লোবালটিভিবিডি ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ০৪, ২০২১

ফাইল ছবি
প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সাড়ে চার মাস পরে চলে গেলেন তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। রবিবার ভোরে সল্টলেকের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রেখে গেছেন কন্যা পৌমলী বসু ও পুত্র সৌগত চট্টোপাধ্যায়কে।
তাঁর মৃত্যুর খবর কলকাতা টাইমসকে নিশ্চিত করেছেন সৌমিত্রের কন্যা পৌলমী বসু।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন দীপা চট্টোপাধ্যায়, হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।
গত ৪৫ বছর ধরে ডায়াবেটিস-এ ভুগছিলেন দীপা ভট্টাচার্য। রক্তজনিত বেশকিছু সমস্যাও ছিল, প্রয়োজন হয় নিয়মিত চিকিৎসার। কিডনির সমস্যার জেরেই সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিডনি বিকল হওয়ার জেরেই মৃত্যু হয়েছে দীপা চট্টোপাধ্যায়ের।
১৯৬০ সালের ১৮ এপ্রিল মাসে বিয়ে হয়েছিল সৌমিত্র-দীপার। সৌমিত্র সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি, কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন দীপা চট্টোপাধ্যায়। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘বিলম্বিতলয়’, ‘গাছ’ ও ‘দূর্গা’।
এএইচ/জেইউ
আরও খবর :
