- নিপা আক্তার মীমের নতুন গান 'ভালোবাসা খুঁজবো আমি'
- গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিন আজ
- বিচ্ছেদের পথে কিম-কেনি
- এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
- অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই
- মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম অল্টারনেটিভ ড্রিঙ্কসের বিজ্ঞাপন ‘রয়েল টাইগার’
- সুরকার ও সংগীতপরিচালক আলী হোসেন আর নেই
বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা খারাপ না: শ্বেতা
গ্লোবালটিভিবিডি ১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৭, ২০২১

ফাইল ছবি
দীর্ঘদিন পর রোহিত মিত্তলের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আবারও মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। বর্তমানে ‘জমুন’ ও ‘ইন্ডিয়া লকডাউন’ নামে দুইটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্বেতা।
গত বছর তাঁর অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘হোস্টেজেস’ ও ‘হাই’ নামে তাঁর অভিনীত দুইটি ওয়েব সিরিজও মুক্তি পায়।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে শ্বেতা বসু প্রসাদ বলেন, দশ বছর বা আরো বেশি সময় একসঙ্গে সংসার করার পরও অনেক দম্পতিকে আলাদা হয়ে যেতে দেখেছি। ছয়-আট মাস পর আমার আর রোহিতের বিবাহবিচ্ছেদ হয়। সাধারণ বিচ্ছেদের মতো এর অনুভূতি খুব স্বাভাবিক ছিল।
তাঁর কথায়, 'ডিভোর্স' শব্দটি শুনতে অনেক বড় মনে হয়, তবে আমার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা খারাপ ছিল না। অবশ্যই এটি দুঃখজনক ঘটনা। কারণ, বিচ্ছেদের ঘটনায় কেউই আনন্দ পায় না। কিন্তু আমার পাশে চমৎকার একটি পরিবার রয়েছে।
তিনি বলেন, রোহিতের সঙ্গে আমার অনেক স্মৃতি। আমাদের অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে। তার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেয়েছি। এত দিন আমার পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ। জীবনের সব বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এমন তো না-ও হতে পারে! কিছু বই না হয় অসম্পূর্ণই থাকুক। কিন্তু সেই বইটা ভালো ছিল না, এমনটা ভাবা ঠিক হবে না।
২০১৮ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক রোহিত মিত্তলকে বিয়ে করেছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদের পথ বেছে নেন তাঁরা।
এএইচ/জেইউ
আরও খবর :
