- রিসোর্টে গোপন ক্যামেরায় স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও: ম্যানেজারসহ আটক ২
- আত্মহত্যা করলেন টিকটক তারকা ড্যাজারিয়া
- ইউরোপীয় দেশগুলোর অনুকরণেই ডিজিটাল নিরাপত্তা আইন: জয়
- মিয়ানমারে টুইটার, ইনস্টাগ্রামও বন্ধ
- এবার মুছে দেয়া হলো কঙ্গনার টুইট
- হোয়াটসঅ্যাপের ‘প্রাইভেসি আপডেট’ স্থগিত
- হোয়াটসঅ্যাপে আসছে একাধিক পরিবর্তন
এক ফ্রেমে মিথিলা-জয়া
গ্লোবালটিভিবিডি ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ০৬, ২০২১

ছবি: সংগৃহীত
কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে মিথিলা গিয়ে দেখা পেয়ে গেলেন সৃজিতের সিনেমার নায়িকা জয়া আহসানের। দুইজনের মধ্যে সম্পর্কের তিক্ততা ছিল। তবে এ দিন দুই তারকাকে এক ফ্রেমে বেশ হাসিখুশি দেখা যায়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন সৃজিত-মিথিলা। সেখানেই সৃজিত-মিথিলার সঙ্গে এক ফ্রেমে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
শুধু তাই নয়, সেই এক ফ্রেমের ছবি আবার নিজেই ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা।
এক সময় শোনা যেত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সম্পর্কের কথা। সৃজিতের একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন জয়া। তবে যে কোনও কারণেই হোক, তাদের সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি।
শোনা যায়, সৃজিতকে নিয়েই জয়া-মিথিলার মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি সৃজিত-মিথিলার রিসেপশনে টলিপাড়ার বহু তারকাকে আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ পাননি জয়া। গুঞ্জন, মিথিলার আপত্তিতেই নাকি জয়াকে নিমন্ত্রণ করা হয়নি।
এএইচ/জেইউ
আরও খবর :
