- নিপা আক্তার মীমের নতুন গান 'ভালোবাসা খুঁজবো আমি'
- গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিন আজ
- বিচ্ছেদের পথে কিম-কেনি
- এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
- অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই
- মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম অল্টারনেটিভ ড্রিঙ্কসের বিজ্ঞাপন ‘রয়েল টাইগার’
- সুরকার ও সংগীতপরিচালক আলী হোসেন আর নেই
অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
গ্লোবালটিভিবিডি ৯:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

ফাইল ছবি
বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান।
বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের ‘সংশপ্তক’ নাটকে বড় মালু চরিত্রে অভিনয় করে আলোচিত হন মজিবুর রহমান দিলু। অনেকে তাঁকে বড় মালু নামেই চেনেন।
তাঁর উল্লেখযোগ্য মঞ্চনাটক হচ্ছে ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ প্রভৃতি।
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় নাটক ‘তথাপি’, ‘সময় অসময়’ ও ‘সংশপ্তক’–এ অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন মজিবুর রহমান দিলু।
দিলু প্রতিষ্ঠা করেছিলেন 'ঢাকার ড্রামা' নামে একটি নাট্যগোষ্ঠী।
স্কুলে পড়ার সময়ই স্বাধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন মজিবুর রহমান দিলু। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে যে মিছিলে গুলিতে আসাদ শহীদ হয়েছিলেন, সেই মিছিলেও ছিলেন দিলু। ১৯৭০ সালে মেট্রিক পরীক্ষা দিয়েই যুদ্ধে চলে যান তিনি। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে ঢাকায় সরাসরি রণাঙ্গনে ছিলেন তিনি।
এএইচ/জেইউ
আরও খবর :
