- প্রেগন্যান্সির শেষ পর্যায়ে এসেও ব্যস্ত সময় পার করছেন পিয়া
- শুটিং করতে গিয়ে মৌমাছির কামড়ে অজ্ঞান অভিনেতা মিলন
- রাজধানীতে নিজ বাসা থেকে মডেল সাদিয়ার লাশ উদ্ধার
- ইমরানের সাবেক স্ত্রী জেমিমার নতুন ইনিংস
- অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- এবার ‘হায়দার’ সিনেমায় গাইলেন শফি মণ্ডল
- প্রাথমিকভাবে ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে : তথ্যমন্ত্রী
মুম্বাইয়ে হোটেল থেকে অভিনেত্রী আটক
গ্লোবালটিভিবিডি ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ০৬, ২০২১
.jpg)
ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের এক হোটেল থেকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এক অভিনেত্রীকে আটক করেছে।
আটককৃত ২৭ বছর বয়সী ওই অভিনেত্রীর নাম শ্বেতা কুমারি। ইতিমধ্যে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ভারতের হায়দরাবাদের বাসিন্দা শ্বেতা মূলত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বল্প বাজেটের অভিনেত্রী। তিনি ২০১৫ সালের কন্নড় চলচ্চিত্র 'রিং মাস্টার' দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হন।
জানা যায়, ওই অভিনেত্রীর সঙ্গে এক মাদক পাচারকারীকেও আটক করেছে এনসিবি।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে গত ১ জানুয়ারি থেকে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২ জানুয়ারি) রাতে হোটেলে অভিযান চালান এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর রবিবার (২ জানুয়ারি) আটক করা হয় ওই অভিনেত্রীকে। অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
এনসিবি জানায়, অভিযানের সময় চাঁদ মোহম্মদ নামে এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। তবে সাইদ নামে এক মাদক সরবরাহকারী হোটেল থেকে পালিয়ে গেছে।
এএইচ/জেইউ
আরও খবর :
