- প্রেগন্যান্সির শেষ পর্যায়ে এসেও ব্যস্ত সময় পার করছেন পিয়া
- শুটিং করতে গিয়ে মৌমাছির কামড়ে অজ্ঞান অভিনেতা মিলন
- রাজধানীতে নিজ বাসা থেকে মডেল সাদিয়ার লাশ উদ্ধার
- ইমরানের সাবেক স্ত্রী জেমিমার নতুন ইনিংস
- অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- এবার ‘হায়দার’ সিনেমায় গাইলেন শফি মণ্ডল
- প্রাথমিকভাবে ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে : তথ্যমন্ত্রী
সালমানের সঙ্গে এই পর্ন তারকার সম্পর্ক কী?
গ্লোবালটিভিবিডি ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ০১, ২০২১

ছবি- সংগৃহীত
বলিউডের সুপারস্টার সালমান খান। তাঁকে নিয়ে দর্শকের আগ্রহের কোন কমতি নেই। কয়দিন আগেই নিজের ৫৫তম জন্মদিন পালন করেন তিনি। এই বয়সে এসেও একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন ভাইজান।
তাঁর জন্মদিনে যেন পুরো শহরবাসী এসে জড়ো হয় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে। কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে জন্মদিনের একদিন আগেই নিজের পানভেলের বাংলোতে চলে গিয়েছেন।
আর ওই বাড়িতে নিভৃতে কাটিয়েছেন নিজের ৫৫তম জন্মদিন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে বহু শুভেচ্ছা এসেছে।
আর এরই মাঝে নজর কাড়ল বিশেষ একটি বার্তা। কী সেই ঘটনা জানেন? পর্ন তারকা কেন্ড্রা লাস্টের পোস্ট দেখে মাথায় হাত সালমান ভক্তদের। ভাইজানের জন্মদিনে কেন্ড্রা শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন।
সালমানের সঙ্গে নিজের একটি ছবি এডিট করে পাশাপাশি বসিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আপানাকে সালমান খান। আশা করি আপনার জন্মদিন আনন্দে কাটবে।
এদিকে, ওই পোস্টের পর থেকে নেটিজেনদের একাংশ হাসি-তামাশায় মেতে উঠেন।
আরকে/জেইউ
আরও খবর :
