- প্রেগন্যান্সির শেষ পর্যায়ে এসেও ব্যস্ত সময় পার করছেন পিয়া
- শুটিং করতে গিয়ে মৌমাছির কামড়ে অজ্ঞান অভিনেতা মিলন
- রাজধানীতে নিজ বাসা থেকে মডেল সাদিয়ার লাশ উদ্ধার
- ইমরানের সাবেক স্ত্রী জেমিমার নতুন ইনিংস
- অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- এবার ‘হায়দার’ সিনেমায় গাইলেন শফি মণ্ডল
- প্রাথমিকভাবে ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে : তথ্যমন্ত্রী
অপি-নির্ঝরের ঘরে নতুন অতিথি
গ্লোবালটিভিবিডি ১২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও এনামুল করিম নির্ঝরের ঘরে এসেছে নতুন অতিথি। মেয়ের ছবি প্রকাশও করেছেন এই দম্পতি। তার নাম রেখেছেন রশ্মি রুয়াইদা করিম।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যার ছবি শেয়ার করেছেন নির্ঝর। ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৮ ডিসেম্বর সকাল। স্কয়ার হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছি। উৎকণ্ঠায় এটা-সেটা ভাবতে ভাবতেই ফেসবুকের স্মৃতিকাতরতা! ২০১৬'র এই দিনে ছেলে রৌদ্রর সঙ্গে কফি পানের ছবি! এমন সময় বন্ধুর অগ্রজ ডাক্তার আলী ভাই, আমাদের সবার ভাইয়া জানালেন, আমি কন্যা সন্তানের পিতা হয়েছি! আলহামদুলিল্লাহ! তারপর থেকে বিভিন্ন পরিস্থিতির ব্যস্ততায় আমি অধিকাংশ ফোন কলই গ্রহণ করতে পারিনি। এ কারণে অত্যন্ত দুঃখিত।’
নির্ঝর আরও লেখেন, ‘আপনাদের সকলের শুভকামনার জন্য আমি এবং অপি আন্তরিকভাবে কৃতজ্ঞ! আল্লাহর অশেষ রহমতে কন্যা ও মা সুস্থ আছে। আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।’
২০১৬ সালের ৭ জুলাই অপি করিমকে বিয়ে করেছিলেন এনামুল করিম নির্ঝর।
এএইচ/জেইউ
আরও খবর :
