- ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৬
- করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়াল
- ভারতে করোনা টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু
- দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৪
- ভারতে করোনা টিকা উৎপাদনকারী সিরাম ইন্সটিটিউট ভবনে আগুন
- করোনার টিকা নিয়ে ফের অপপ্রচার করছে বিএনপি : কাদের
- ঢাকায় পৌঁছেছে ভারতের দেয়া করোনার টিকা
করোনা জয় করে বাসায় ফিরলেন আজিজুল হাকিম
গ্লোবালটিভিবিডি ১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

ছবি- সংগৃহীত
অভিনেতা আজিজুল হাকিম সুস্থ হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার-নির্মাতা জিনাত হাকিম।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আজিজুল হাকিম।
গত ১২ নভেম্বর আজিজুল হাকিমের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দিতে হয়। পরবর্তীতে চিকিৎসক ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন। এখন সুস্থ তিনি। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তাঁর অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে পরে তাঁকে স্থানান্তর করা হয় কেবিনে। হাসপাতালে ড. মহিউদ্দীনের তত্বাবধায়নে আজিজুল হাকিমের চিকিৎসা হয়েছে।
আরকে/জেইউ
আরও খবর :
