- প্রেগন্যান্সির শেষ পর্যায়ে এসেও ব্যস্ত সময় পার করছেন পিয়া
- শুটিং করতে গিয়ে মৌমাছির কামড়ে অজ্ঞান অভিনেতা মিলন
- রাজধানীতে নিজ বাসা থেকে মডেল সাদিয়ার লাশ উদ্ধার
- ইমরানের সাবেক স্ত্রী জেমিমার নতুন ইনিংস
- অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- এবার ‘হায়দার’ সিনেমায় গাইলেন শফি মণ্ডল
- প্রাথমিকভাবে ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে : তথ্যমন্ত্রী
দ্বিতীয় বিয়ে না করার কারণ জানালেন শ্রীলেখা
গ্লোবালটিভিবিডি ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

ফাইল ছবি
একাধিকবার প্রকাশ্যে নিজের মতামত জানিয়ে সমালোচিত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একাধিক বিতর্ক, সমালোচনার পরেও নিজের মতামত স্পটভাবে জানাতেই ভালোবাসেন তিনি।
এবার তিনি প্রাক্তন স্বামী, অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রকাশ্যেই। বহু বছর আগে শ্রীলেখার বিবাহ বিচ্ছেদ হয়েছে। চারিদিকে হাজার গুণমুগ্ধের ভিড় থাকলেও আর কোনও সম্পর্কে বাঁধা পড়তে দেখা যায়নি শ্রীলেখাকে। কিন্তু কেন? ইচ্ছা করলেই তো আরও একটা বিয়ে করতে পারতেন।
গত ২০ নভেম্বর ছিল শ্রীলেখার বিয়েবার্ষিকী। ১৭ বছর আগে এই দিনটাতেই পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যদিও ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ মানেই তিক্ততা নয় সেটা আরও একবার দেখালেন শ্রী। প্রাক্তনের সঙ্গে এখনও সুসম্পর্ক রয়েছে তাঁর।
তাই তো নিজেদের বিয়ের দু’টি ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘আজ হতেই পারত আমাদের ১৭তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন? তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না। স্যাড ইমোজি কিংবা শুভ বিবাহবার্ষিকী লিখলে তখনই আনফ্রেন্ড করা হবে।’
সূত্র : নিউজ এইটটিন।
এএইচ/জেইউ
আরও খবর :
