- শুভ বড় দিন আজ
- টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা শুক্রবার থেকে
- পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস পূজা
- দুবলার চরে এবার সীমিত পরিসরে হচ্ছে রাস পূজা ও পূণ্যস্নান
- মসজিদ-মন্দির-গির্জায় বাধ্যতামূলক মাস্ক পরতে হবে
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
- আজ থেকে বিদেশী নাগরিকরাও ওমরাহ করতে পারবেন
ধর্ম প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক খান
গ্লোবালটিভিবিডি ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

ছবি সংগৃহীত
নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেয়ার পর বঙ্গভবন থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করে ফরিদুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
শপথ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস মহামারীর কারণে বঙ্গভবনের দরবার হলে ছোট পরিসরে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।
এএইচ/জেইউ
আরও খবর :
