- খালেদা জিয়ার করোনা পরীক্ষা করানো হয়নি: ব্যক্তিগত চিকিৎসক
- প্রথম ধাপের এক সপ্তাহের বিধিনিষেধ দুই দিন বাড়লো
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর
- বিশ্বব্যাপী করোনা শনাক্ত ১৩ কোটি ৬০ লাখ ছাড়ালো
- করোনায় আক্রান্ত শিল্পী ফরিদা পারভীন
- শিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত
- করোনায় মারা গেলেন শিল্পী মিতা হক
টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত ত্রাণ মন্ত্রণালয়ের সচিব
গ্লোবালটিভিবিডি ১০:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

ছবি: সংগৃহীত
টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন।
তিনি বলেন, সচিব স্যার অসুস্থবোধ করলে ১৮ ফেব্রুয়ারি করোনা পরীক্ষার নমুনা দেন। এরপর ১৯ ফেব্রুয়ারি করোনা পজিটিভ হওয়ার খবর আসে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি করোনার টিকা নিয়েছিলেন। বর্তমানে তাঁর সামান্য কাশি আছে, শরীর দুর্বল।
এএইচ/জেইউ
আরও খবর :
