দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬
গ্লোবালটিভিবিডি ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৯৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৯৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন।
২৪ ঘণ্টায় ৭৫১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৯টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
এএইচ/জেইউ
আরও খবর :
