- ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৬
- করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়াল
- ভারতে করোনা টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু
- দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৪
- ভারতে করোনা টিকা উৎপাদনকারী সিরাম ইন্সটিটিউট ভবনে আগুন
- করোনার টিকা নিয়ে ফের অপপ্রচার করছে বিএনপি : কাদের
- ঢাকায় পৌঁছেছে ভারতের দেয়া করোনার টিকা
করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন ফারুক
গ্লোবালটিভিবিডি ২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

ছবিঃ সংগৃহীত
বাংলা সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুক নিজেই।
এর আগে, ১৫ নভেম্বর তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাকালীন আবারো তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেখানে আবার তার ফল পজিটিভ আসে। সর্বশেষ, তৃতীয় দফা পরীক্ষায় জানা গেল, করোনামুক্ত হলেন এই রাজনীতিক ও অভিনেতা। ৯ দিনের মাথায় তিনি করোনামুক্ত হলেন। গতকাল রাতে হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছেন তিনি।
ফারুক জানান, এখন বেশ ভালো বোধ করছেন। তবে চিকিৎসক তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, ফারুকের মেয়ে তাবাসসুম তুলসি করোনা আক্রান্ত হয়েছেন। তবে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
জেইউ
আরও খবর :
