ঢাকা
- ১৩০টির বেশি দেশ ভ্রমণ করেছেন অন্ধ জাইলস
- রাউজানের জগৎপুর অনাথালয় আশ্রম : শতাধিক অনাথের এক রঙিন পৃথিবী
- ঘুরে আসুন লাল স্বর্গ সাতলায়
- পর্যটকদের পদচারণায় মুখর কিশোরগঞ্জের হাওরাঞ্চল
- নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর টাঙ্গাইলের বাসুলিয়া
- ঈদের ছুটিতে কক্সবাজার যাবে পাঁচ লাখ পর্যটক
- থাইল্যান্ডের বিখ্যাত 'মায়া বে' সৈকত বন্ধ ঘোষণা
ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত মডেল সুমাইয়া
গ্লোবালটিভিবিডি ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
.jpg)
সুমাইয়া চৌধুরী কৃতিকা
অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠা মডেল সুমাইয়া চৌধুরী কৃতিকা তার ইউটিউব চ্যানেল Krunchy Kritika নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চ্যানেলটিতে ফুড বিউটি, পার্লার রিভিউ, শুটিং ভিডিও ইত্যাদি প্রাধান্য পাচ্ছে।
কৃতিকা বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ভ্রমণে রয়েছেন এবং তৈরি করছেন মজাদার সব ব্লগ। এ প্রর্যন্ত প্রায় ৬০টির মত ব্লগ বানিয়েছেন তিনি। যা ডিসেম্বর মাসে দেশে এসে পর্যায়ক্রমে ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
ব্লগগুলোর মধ্যে উল্লেখযোগ্য- আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ, সিনেটর হাউজ, মাডাম্ তুশো যাদুঘর, স্পেস মিউজিয়াম, এমিরাটস-এর ইন ফ্লাইট সার্ভিস, ম্যাক্স লাউঞ্জ, পাতাল ট্রেন, ব্রুকলিন ব্রিজ ইত্যাদি।
মডেলিংয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছেন কৃতিকা। তার ব্লগগুলোতে আগামীতে যারা আমেরিকা ভ্রমণে আসবেন তাদের জন্য রয়েছে অনেক টিপস এবং মজাদার সাজেশন।
এমএস
আরও খবর :
