ঢাকা
- খালেদার জামিন নিয়ে মাঠ গরম করার পাঁয়তারা করলে সমুচিত জবাব: কাদের
- আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : শেখ হাসিনা
- নতুন পুরাতন মুখ মিলিয়ে আওয়ামী লীগের কমিটি হবে : কাদের
- আমাকে নিয়ে পলিটিক্স করবেন না: মাশরাফি
- আগামী সপ্তাহ থেকে অনলাইন পোর্টালের নিবন্ধন শুরু : তথ্যমন্ত্রী
- খাদ্যে ভেজাল দেওয়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান : রাষ্ট্রপতি
- রাজধানী থেকে সব বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্ত
প্রতীকসহ উপজেলা নির্বাচনে যাবে বিএনপি
গ্লোবালটিভিবিডি ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে অংশ নেবে দলটি।
শনিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, আগামী ১৪ অক্টোবর যে আটটি উপজেলায় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীক নিয়েই অংশগ্রহন করবো।
এর আগে এই সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি।
আসামের নাগরিকপুঞ্জির বিষয়ে তিনি বলেন, বিজেপি নেতা ও মন্ত্রীদের বক্তব্যের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসামে যে নাগরিকপঞ্জি হয়েছে সেখানে ১৯ লাখ নাগরিক বাদ পড়েছে। বলা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। এ ধরনের বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটা উদ্দেশ্যপ্রণোদিত।
স্থায়ী কমিটির বৈঠকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে বলে জানান ফখরুল।
এমএস
আরও খবর :
