ঢাকা
- ৪ কোটি টাকা আত্মসাৎ : সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
- প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি: বিএনপি নেতা দুদুর স্থায়ী জামিন
- আবরার হত্যা মামলার পলাতক ৪ আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ
- চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা
- নতুন সড়ক আইনে সীমিত আকারে মামলা
- নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির হাইকোর্টে আপিল
- আটক অতিরিক্ত সচিবকে একবার 'সুযোগ' দিতে চান স্ত্রী
নাইকো মামলা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৭ আগস্ট
গ্লোবালটিভিবিডি ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

ফাইল ছবি
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৭ আগস্ট নতুন দিন ঠিক করেছেন আদালত।
রোববার রোববার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, কেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।
মামলা করার পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
এএইচ/এমএস
আরও খবর :
