ঢাকা
- যুক্তরাজ্যে নির্বাচন : জয়ী রুশনারা আলী ও রুপা হক
- ‘গণহত্যার বিষয় এড়িয়ে যাচ্ছে মিয়ানমার’
- টাইম ম্যাগাজিনে এবারের ‘পারসন অফ দ্য ইয়ার’ গ্রেটা থানবার্গ
- নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ৭০
- নাগরিকত্ব বিল-এর প্রতিবাদে আসাম-ত্রিপুরায় চরম উত্তেজনা: ১৪৪ ধারা
- যুক্তরাজ্যে ব্রেক্সিট নির্বাচন আজ: লড়ছেন ৯ বাংলাদেশি
- গণহত্যার অভিযোগ অস্বীকার করলেন সু চি
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০
গ্লোবালটিভিবিডি ১:৪৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

ছবি : ইন্টারনেট
পাকিস্তানের সাদিকাবাদের কাছে ওয়ালহারে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে ।
জানা গেছে, জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী আকবর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হলে ১০ জন নিহত হয়। এই ঘটনায় ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
দুর্ঘটনা সম্পর্কে রহিম ইয়ার খান জেলার ডিসট্রিক্ট পুলিশ অফিসার (ডিপিও) বলেন, উদ্ধার অভিযান চলছে। এতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক কাটার। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রেলওয়ে মন্ত্রী শেখ রাশেদ আহমেদ। একইসঙ্গে তিনি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এমএস
আরও খবর :
