বিষয় :
ঢাকা
- একা থাকতে চান না কাটরিনা
- চলে গেলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক চৌধুরী
- আসছে দিপু ও মোহনা ইতির মিউজিক ভিডিও `এই মন জানে'
- যে শর্তে ছেড়ে দেওয়া হলো সালমানকে
- শিগগিরই প্রকাশ হচ্ছে তানভীরের মিউজিক ভিডিও ‘অপেক্ষা’
- সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ
- চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু মারা গেছেন
দেশের গান নিয়ে একসঙ্গে তিন শিল্পী
গ্লোবালটিভিবিডি ৬:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৮

বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘আমার দেশ’ শিরোনামে নতুন মিউজিক ভিডিও। এই প্রথম একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইবরার টিপু, সালমা ও এফ এ সুমন। তাদের গাওয়া ‘আমার দেশ’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানের মিউজিক করেছেন সংগীতশিল্পী প্রত্যয় খান।
গতবছর ২০১৭ সালে বিজয় দিবস উপলক্ষে ‘আমার দেশ’ শিরোনামে দেশের গানটি ডিজিটালি প্রকাশ হয়েছে জিপি মিউজিক,বাংলালিং ভাইব ও রবি স্প্ল্যাশ । এছাড়া গানের লিরিকাল ভিডিও প্রকাশ করে জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ।
বিজয় দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী সালমা বলেন, এই গানটাই আমার প্রথম দেশের গান। এর আগে দেশের গান গাওয়া হয়নি। চেতনাময় একটি পিউর দেশের গান গাইলাম। গানের কথা ও সুর আসাধারন হয়েছে তাই গানটা কোনো পেমেন্ট ছাড়াই গেয়েছি। আমার কাছে মনে হয়েছে দেশের মানুষকে জাগ্রত করার মতো একটি গান। আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোনো গাওয়া গান আমার। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এমনটি করা। আশা করছি সবারই ভালো লাগবে।
এর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। সম্পাদনা করছেন হাসান ফুয়াদ। ইতোমধ্যে মিউজিক ভিডিওটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি দেওয়া হয়েছে।
এমএস
আরও খবর :
