ঢাকা
- লন্ডন ব্রিজে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর
- ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতির সাথে আপস নয় : শিক্ষকদের রাষ্ট্রপতি
- হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
- বিএনপির প্রতিহিংসামূলক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলো দেশ : প্রধানমন্ত্রী
- মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে চান রাষ্ট্রপতি
- মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত
- রবিবার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী
রাজনৈতিক নয়, দুর্নীতির কারণে খালেদা জিয়া জেল খাটছেন : শেখ হাসিনা
গ্লোবালটিভিবিডি ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক নয়, দুর্নীতির কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেল খাটছেন।
শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি ধ্বংস করতে পারে সৃষ্টি করতে পারে না। যারা খুনীদের মদদ দেয়, তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। দেশের পরিচ্ছন্নকর্মীদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের হাত থেকে জনগণকে রক্ষা করাই আওয়ামী লীগের লক্ষ্য।
তিনি বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করার জন্য নিজেদের বিলাসিতার জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই অংশের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করে। এতে দুই অংশ মিলিয়ে চার হাজার কাউন্সিলর ও প্রতিনিধি উপস্থিত হন।
এমএস
আরও খবর :
